প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বি ওয়ান সিক্স ওয়ান সেভেন ভাইরাস
- আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভারতে শনাক্ত করোনার নতুন ধরন বি ওয়ান সিক্স ওয়ান সেভেন ভাইরাস। দ্রুত রূপ পরিবর্তনের ফলে এই ভাইরাসটির চরিত্র নির্ধারণে বেশ বিপাকে পড়তে হচ্ছে গবেষকদের। এদিকে, ভারতের মহারাষ্ট্রে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে আইসিইউতে ভর্তি ১৩ করোনা রোগী নিহত হয়েছে।
গবেষকরা বলছেন, কিছু ভাইরাস কম বিপজ্জনক হলেও কিছু ভাইরাস খুবই সংক্রামক। অনেক সময় টিকা নিয়েও এসব ভাইরাস মোকাবেলা কঠিন, এমন তথ্য দিচ্ছে বিভিন্ন গবেষণা। গত বছরের অক্টোবরে শনাক্ত হওয়া ভাইরাসটি ভারতে ডেকে এনেছে চরম বিপর্যয়। মহারাষ্ট্রে বিজয় বল্লভ হাসপাতালে শেষ রাতের দিকে হাসপাতালটির আইসিইউ ইউনিটে আগুন লাগে। হাসপাতালের পরিচালক জানান, এসময় আইসিইউতে ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুনের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে মোট ৯০ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছিলেন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দিল্লির স্যার গংগারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছেন আরও ২৫ জন। এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকার পাশে জ্বলন্ত গণচিতার ছবি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে। মরদেহ সৎকার করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে করোনায় মৃতদের পরিবারকে।