প্রতিপক্ষ বোলারদের শক্তিমত্তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের শক্তিমত্তা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। তবে, ভালো শুরুর বিকল্প দেখছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শারজায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ব্যাটাররা ব্যবধান গড়ে দেবে বলে মনে করেন মিরাজ।
আরব আমিরাতে দিনের আলোয় প্রথম অনুশীলনে টিম বাংলাদেশ। মরুর বুকে তপ্ত রোদে পুড়ছে ক্রিকেটাররা। যদিও ওসবে নজর নেই টাইগারদের। যতটুকু চিন্তা সবটুকু জুড়ে আফগানিস্তান।
লঙ্কার দুর্দশায় আফগানিস্তানকে নিয়ে চিন্তা বেড়েছে দলের। তাই প্রতিপক্ষ বোলাদের শক্তিমত্তা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছে টাইগাররা। যদিও শারজায় পার্থক্য গড়ে দেবে দুই দলের ব্যাটাররা।
পাওয়ার হিটিং কিংবা স্কিল কোন কিছু নিয়ে আলাদা করে ভাবতে চান না মেহেদী মিরাজ। নিজেদের উপর বিশ্বাসটাই জরুরি। গুরুত্বপূর্ণ এশিয়া কাপে ভালো শুরু।
শরিফুল আর হাসান মাহমুদের ইনজুরিতে বোলিং বিভাগে অস্বস্তি। তবে এশিয়া কাপে তাসকিন-মোস্তাফিজের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।