প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত যুবলীগ কর্মীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গ্রুপ পরিবর্তনের কারণে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত যুবলীগ কর্মী স্বপন শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপনসহ আরও কয়েকজন শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের গ্রুপ পরিবর্তন করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর দলে যোগদান করে। এ ঘটনার জের ধরে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় স্বপন ও তার সহকর্মীদের উপর হামলা করে মেয়রের লোকজন। এতে স্বপন ও রাব্বি গুরুতর আহত হয়। সেখান থেকে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে তাদের ভর্তি করা হয়। ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু ঘটে।