প্রতিপক্ষের হাতে এক যুবলীগ নেতা খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
যশোর সদরের বেজপাড়ায় প্রতিপক্ষের হাতে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। বুধবার সকালে যশোর বেজপাড়া ব্রাদার্স ক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। এলাকায় মাদকের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
যশোর সার্কেলের এএসপি বেলাল হোসেন হত্যাকাণ্ডের এ ঘটনা নিশ্চিত করেছেন। নিহত যুবলীগ নেতা ইয়াসিন হোসেন যশোর পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ছিলেন। নিহতের স্বজনরা জানান, ক্লাবে ক্যারাম খেলার সময় ১০-১২ জন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। হত্যাকাণ্ডে মাঠপাড়ার সুমন, স্বর্ণকার রানা, রুবেল, ধনী প্রমুখরা সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে।