প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের কারিগররা
- আপডেট সময় : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের কারিগররা। প্রতিমা বানানো শেষ হলেই শুরু হবে রংয়ের কাজ। তবে পারিশ্রমিক কমে যাওয়ায় হতাশ তারা। আয়োজকরা বলছেন, সুষ্ঠভাবে সম্পন্ন হবে এবারের দুর্গোৎসব। আর পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী-জানিয়েছে প্রশাসন।
শরতের কাশফুল আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠির বারি পড়ার।
দেবী দূর্গা বরণে ময়মনসিংহের মন্ডপ গুলোতে চলছে তারই প্রস্তুতি। সেই সাথে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগররা। তাদের নিপুণ হাতে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ। সময় অল্প থাকায় প্রতিমা তৈরীর কাজ শেষ করতে দিন রাত কাজ করছেন তারা। তবে বর্তমান বাজার দরের সাথে মজুরি কমে যাওয়ায় হতাশ কারিগররা।
বরাবরের মত এবছরও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালিত হবে বলে জানান মন্দির কমিটির নেতারা।
পুলিশ প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে থাকবে সেনাবাহিনী।
এবছর ময়মনসিংহে ৮১২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।