প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে চুয়াডাঙ্গা পৌর নির্বাচন
- আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রতীক বরাদ্দের পর চুয়াডাঙ্গা পৌর নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পোষ্টারে-ব্যানারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। হেভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে বর্তমান কাউন্সিলরদের মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি। প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়া হবে এই পৌরসভায়। সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানান, জেলা নির্বাচন কর্মকর্তা।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন হবে ২৮ ডিসেম্বর। প্রথম শ্রেনির এই পৌরসভার মোট ভোটার প্রায় ৬৮ হাজার। মেয়র পদে সাত জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিন্দন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েছেন বর্তমান ও সাবেক মেয়র। অপ্রত্যাশিতভাবে মনোনয়ন পেয়েছেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন। ৩৩ বছর কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন তিনি।অন্য দিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। নির্বাচিত হলে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
তবে, বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মজিবুল হক মালিক। নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি।প্রার্থীদের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ জানান, ভোটাররা।