প্রত্যয় পেনশন স্কীম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে
- আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি।
সপ্তম দিনের মতো প্রত্যয় স্কীম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার পরিষদ। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা কর্মসূচি পালন করা হয়।বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের নিচতলায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ আল মামুনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যয় স্কীম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্ম বিরতি অব্যাহত রয়েছে।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর ফলে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম বৈষম্যমূলক। সরকারের একটি গোষ্ঠী প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে প্রত্যয়ে স্কিম চালু করেছে।