প্রত্যাবাসন মর্যাদাপূর্ণ না হলে, আবার ফিরে আসতে পারে রোহিঙ্গারা : মিশেল ব্যাচেলেট
- আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের প্রত্যাবাসন মর্যাদাপূর্ণ না হলে তারা আবারও ফিরে আসতে পারে বলে শঙ্কা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। দুপুরে রাজধানীতে বিআইআইএসএসে জলবায়ু পরিবর্তনে মানবাধিকার বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিৎ বলেও মনে করেন মিশেল ব্যাচেলেট।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাথে ‘ইয়ং স্কলারস মিট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আর ঝুকি মোকাবিলায় দেশের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।
টেকসই পরিবেশ তৈরি না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল হবে না বলে মনে করেন মিশেল ব্যাচেলেট।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার । ঝুঁকি ইস্যুগুলো জাতিসংঘে নিরাপত্তা পরিষদে তোলা হবে বলেও জানান তিনি।
বিআইআইএসএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. সুফিয়া খানম বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।