প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গতকাল মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। মামলার বাদী আইনজীবী আবদুল মালেক। মামলা হওয়ার বিষয়টি গত রাত দেড়টার দিকে নিশ্চিত হয় প্রথম আলো। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে। এদিকে..সাভার থেকে আটকের দীর্ঘ সময় পর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তাকে আদালতে নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এক কর্মকর্তা বলেন, গতকাল রাতে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। এর আগে স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়। সবশেষে খবর দুই মামলায় জামিন আবেদন করেছেন শামসুজ্জামান।