প্রথম ওয়ানডেতে জয়ের মুখ দেখলো বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
টেস্ট ও টি টুয়েন্টি সিরিজে হারের পর প্রথম ওয়ানডেতে জয়ের মুখ দেখলো বাংলাদেশ।
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
এ নিয়ে সর্বশেষ ৯ ওয়ানডেতেই ক্যারিবীয়দের হারালো টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। দ্বিতীয় ওভারে শাই হোপকে শূন্য রানে আউট করে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। দলীয় ৫৫ রানে হারায় ৪ উইকেট। পরে আসা-যাওয়ার মিছিলে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৩৩ রান আসে শামার ব্রুকসের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অপরাজিত ৪১ এবং নূরুল হাসান সোহানের ২০ রানে ভর করে ৫৫ বল হাতে রেখেই ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৩ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শরীফুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পরের ম্যাচ ১৩ জুলাই প্রোভিডেন্সে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ক্যারিবীয় ও টাইগাররা।
গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। এ নিয়ে সর্বশেষ ৯ ওয়ানডেতেই ক্যারিবীয়দের হারালো টাইগাররা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পরে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে কিছুতেই যেনো সুবিধা করতে পারছিলেন না স্বাগতিক ব্যাটাররা।
দ্বিতীয় ওভারে শাই হোপকে শূন্য রানে আউট করে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। দলীয় ৫৫ রানে হারায় ৪ উইকেট।
পরে আসা যাওয়ার মিছিলে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে ক্যারিবীয়রা।
সর্বোচ্চ ৩৩ রান আসে শামার ব্রুকসের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে বাংলাদেশ।
মাহমুদউল্লাহর অপরাজিত ৪১ এবং নূরুল হাসান সোহানের ২০ রানে ভর করে ৫৫ বল হাতে রেখেই ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৩ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শরীফুল ইসলাম।
ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।