প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান।
দুই পেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ৪১ করে তামিম ইকবাল ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপর লিটনও ফিরেছেন দ্রুত, ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে আউট হন তিনি। ৯ রানে মুশফিককে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কেশভ মাহারেজ। উজ্জ্বল সাকিব, ইয়াসির আলীকে নিয়ে পঞ্চাশউর্ধ্ব জুটি গড়েন সাকিব। একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।