প্রথম দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশের ফাইলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
- আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রথম দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশের ফাইলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন নতুন এই প্রশাসন। অন্যদিকে, অভিসংশনের পর ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি পালটে দিতে স্বাক্ষর করেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, করোনাভাইরাস মহামারি মোকাবিলা ও বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন অনুমোদন বাতিলের মতো প্রায় দুই ডজন নির্বাহী আদেশ। শপথ নেওয়ার আগেই এই নির্বাহী আদেশের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এদিকে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত নিউ স্টার্ট নামক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, লজ্জাজনক বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর এবার তার ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। ফলে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন ট্রাম্প। এছাড়া, ক্যাপিটল হিলে সহিংসতায় সমর্থকদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে আগামী মাসেই সিনেটে ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে।