প্রথমবার আনুষ্ঠানিক সভায় নির্বাচন কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নির্বাচনী ব্যবস্থার দায়িত্ব পাওয়ার ৩৬ দিন পর নিজেদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সভায় বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকালে এ সভা শুরু হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন। নির্বাচন কমিশন সূত্র বলছে, সভায় কুমিল্লা সিটি নির্বাচনের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে ভোট না হওয়ায় বেশকিছু পৌরসভাসহ সারাদেশের স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়টিও বৈঠকের এজেন্ডায় রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে গত ১৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে সংলাপে বসেছে নতুন নির্বাচন কমিশন।