প্রথমবার চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনে যাত্রা প্রমোদতরী বে-ওয়ান ক্রুজের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিনে যাত্রা শুরু করলো প্রমদতরী বে-ওয়ান ক্রুজ নামের যাত্রীবাহী জাহাজ।
আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিন দিন সাগরপথে বন্দর নগরীর সঙ্গে যুক্ত থাকবে দেশের একমাত্র প্রবালদ্বীপ। দুপুরে চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনালে নোঙ্গর করা বিলাসবহুল এই জাহাজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন কর্ণফূলী শিপ বিল্ডার্স লিমিটেডের পরিচালক এম.এ রশিদ। তিনি জানান, সাগরের উত্তাল ঢেউ মোকাবিলার সক্ষমতাসম্পন্ন জাহাজটি ঘন্টায় ২৪ নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। দুই হাজার যাত্রীর সেবায় নিয়োজিত থাকবেন ১৬৫ জন সেবক। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিনে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হলো।