প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ব্যাটার শাহাদাত হোসেন দীপু
- আপডেট সময় : ০৮:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ব্যাটার শাহাদাত হোসেন দীপু। প্রতিপক্ষ আফগান বোলারদের নিয়ে ভাবতে চান না তিনি। স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলে ডাক পাওয়া, স্বপ্নের এই যাত্রাকে সেরাটা দিয়ে আরও স্মরণীয় করে রাখতে চান তরুণ এই ক্রিকেটার। টেস্ট দল ঘোষণার পর আজ প্রথমবার অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
অন্য সব দিনের মতোই মিরপুরে হোব অব ক্রিকেটে হাজির শাহাদাত হোসেন দীপু। তবে, এদিনের সকালটা যেন একটু অন্যরকম তার কাছে। কেনন না ততক্ষণে জাতীয় দলে নাম লিখিয়েছেন তরুণ এই ক্রিকেটার। স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলের ডাক, তাও ক্রিকেটের বনেদি ফরম্যাটে। তারপরও নিজেকে স্বাভাবিক রাখার চেস্টা শাহাদাত দিপুর।
অন্য সব প্রথমের মতোই জাতীয় দলে ডাক পাওয়াকেও আলাদা করতে চান না তরুণ ক্রিকেটার। ঠিক তেমনি ভাবতে চান প্রতিপক্ষ বোলারদের নিয়েও। ব্যাটিং পজিশন নিয়েও নেই ভাবনা। আত্মবিশ্বাস বাড়িয়েছে সবশেষ খেলা এ দলে খেলা সিরিজ। টেস্টের মতো বাকি দুই ফরম্যাটেও নজড় শাহাদাত দিপুর। কঠোর পরিশ্রম আর পরিবারের আত্মত্যাগে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে শাহাদাত হোসেন দীপু।