প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো শেখ জামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো শেখ জামাল। মিরপুরে আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করে ধানমন্ডির ক্লাবটি।
হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৯ রান তোলে আবাহনী। জবাবে নুরুল হাসান সোহানের হার না মানা ৮১ রানের ইনিংসে জয় পায় শেখ জামাল। ২৬ বলে ৩৯ রানের ক্যামিওতে অবদান রেখেছেন জিয়াউর রহমান। এর আগে, রূপগঞ্জ টাইগার্সকে ১০ উইকেটে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছিলো প্রাইম ব্যাংক। যদিও শেষ পর্যন্ত ধুলিস্যাৎ হয়েছে তামিম-মিথুনদের শিরোপা জয়ের স্বপ্ন। রূপগঞ্জ টাইগার্সের দেয়া ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পায় প্রাইম ব্যাংক। ১১২ রানে অপরাজিত ছিলেন এনামুল বিজয়। ১০৯ রানে সঙ্গী তামিম ইকবাল। বিকেএসপির আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৬ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।