প্রধান দুই মেয়র প্রার্থীর আলোচনা-সমালোচনায় চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা
- আপডেট সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দুই প্রধান মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকারের আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তুমুল প্রচারণা। তবে ভোটাররা বলছেন, নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা আশা করেন, ভোটের দিনে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
রোববার সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ড মিশনপাড়া এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এসময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ দলের সংসদ সদস্যকে গডফাদার বলেছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বন্দর খেয়াঘাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, জনগণ কখনো কোনো গডফাদার চাঁদাবাজকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জের স্থানীয় সরকার নির্বাচনে আবারো তা প্রমাণিত হবে।
সাত মেয়র প্রার্থীর মধ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানায় নগরবাসী। ১৬ই জানুয়ারি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন।