প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় পশ্চিমা বিশ্বের প্রতি রাগান্বিত : ফখরুল
- আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ক্ষমতার হারানোর শঙ্কায় পশ্চিমা বিশ্বের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব। ত্রিদেশীয় সফরে বাংলাদেশের কোন অর্জন নেই। ফলাফল প্রায় শূন্য বলেও মন্তব্য করেন তিনি। এসময় বিগত এক দশকে বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতির বড় খাত হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপনের কর্মসূচি নিয়ে দলের গুলশান কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। ৩০ মে দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উদযাপনের জন্য আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনীসহ নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে বাংলাদেশের কোন অর্জন নেই।
আইএমএফের সঙ্গে চুক্তি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, যে চুক্তি হয়েছে তা শর্তযুক্ত। চুক্তি নিয়ে সংস্থাটির প্রেসনোটে বাংলাদেশের নেতৃত্বের কোন কথা নেই। বিদ্যুৎখাতে সরকারের দুর্নীতি নিয়েও সমালোচনা করেন মির্জা ফখরুল।
দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন আগামীতে দেশের রিজার্ভ সংকট মারাত্মক আকার ধারণ করবে।