প্রধানমন্ত্রী চাইলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন না : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আইনি বাধ্যবাধকতা থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের আবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এবারের আবেদনেও তারা আগের মতোই স্থায়ী মুক্তি চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া কিন্তু দুটি শর্তে মুক্ত। চলাফেরায় তার কিন্তু কোন অনুমতি নিতে হয় না। তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। কিন্তু অন্য কিছু করার আইনি সুযোগ নেই বলেও জানান আনিসুল হক।