প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৭১৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই- শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ রাজিয়া নাসের। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে রাজিয়া নাসেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু পরিবারের এই অভিভাবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। তাঁর নাতি ও শেখ হেলালের ছেলে- শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য। শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে খুলনা ও বাগেরহাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।