বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৮৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১১টায় সুপ্রিমকোর্ট এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আইনমন্ত্রী আনিসুল হকসহ আইনজীবী নেতারা।
১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বার কাউন্সিল ভবন। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্ব করছেন আইন মন্ত্রী আনিসুল হক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আইনজীবীরা অংশ নিয়েছেন এ মহাসমাবেশে।