প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইউক্রেনে এলেন ঋষি সুনাক
- আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিয়েভে এসেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য ‘যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন নিশ্চিত করার’ জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে ‘ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত’ যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ‘আমরা আমাদের দেশের এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আরও শক্তিশালী এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করব।’
তথ্যসুত্র – ইনকিলাব