প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে প্রথমবারের মত ঈদ উদযাপন করছেন উপকারভোগীরা
- আপডেট সময় : ০৬:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে প্রথমবারের মত ঈদ উদযাপন করছেন উপকারভোগীরা। নিজেদের ঘরে ঈদ করতে পেরে খুশি এসব পরিবারগুলো। ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
অনেকেই থাকতেন ভাড়া ঘর বা পরের জমিতে। ঈদ আসলেই তাদের আর্থিক চিন্তায় ঈদের আনন্দ অপূর্ন থেকে যেত। তবে এবছর তাদের ঈদ উদযাপনের চিত্র একেবারেই ভিন্ন। কারন প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর তারা পেয়েছেন। এখন তাদের থাকতে হচ্ছে না ভাড়া ঘর বা পরের জমিতে। তাই পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করছেন তারা।
নতুন ঘর পাওয়ার আনন্দে এবারের ঈদের খুশি বহুগুন বেড়েছে এসব পরিবারের। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
শুধু ঘর উপহার দিয়েই শেষ ন। এর বাইরে অন্যান্য সুবিধা দেয়াসহ তাদেরকে সাবলম্বী হিসাবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর ঘর পাওয়ায় এবারের ঈদের মত সারা বছর আনন্দে কাটবে এসব পরিবারগুলোর, এমনটিই প্রত্যাশা সকলের।