প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জামালপুরেও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে
- আপডেট সময় : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জামালপুরেও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। এতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় পণ্য উৎপাদনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লক্ষাধিক বেকারের কর্মসংস্থান হবে।
দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতির পর জামালপুর সদরের দিকপাইত এলাকায় ৪৩৫ একর জমির উপর তৈরি করা হচ্ছে জামালপুর ইকোনোমিক জোন । এরিমধ্যে জমি অধিগ্রহণ করে মাটি ভরাট, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ কোম্পানীগুলোর বিনিয়োগের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি উদ্যোক্তারাও।
এই অর্থনৈতিক অঞ্চল থেকে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তাই দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি এলাকবাসীর।
নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে, জানালেন জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয় এই সংসদ সদস্য। যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন হোক, এমনটাই প্রত্যাশা সবার ।