প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো চুক্তি হয়নি, সমঝোতা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে কোন চুক্তি হয়নি, কিছু সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। অথচ বিএনপি নেতারা বিষয়টি না বুঝেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের হলরুমে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শুধু ভারতই নয়– প্রতিবেশি নেপাল ও ভুটানের সঙ্গেও কানেক্টিভিটি নিয়ে কাজ করছে সরকার। যা বাস্তবায়িত হলে বাংলাদেশই বেশি লাভবান হবে। আর এই বিষয়টি বুঝতে পেরেই বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা বলতে শুরু করেছে। কিন্তু বিএনপি নেতাদের কথায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।