প্রধানমন্ত্রীর সাথে ব্রুনাইয়ের সুলতানের দ্বিপাক্ষিক বৈঠক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৮১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন, বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আলোচনা হবে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এরপর দুদেশের মধ্যে সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা। এদিকে বাংলাদেশ থেকে আরও বেশি জনবল নিয়োগের জন্য ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহকে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উপযোগী পরিবেশে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়। শনিবার দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণ করেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। ব্রুনাই রাষ্ট্র প্রধানের সম্মানে লাল গালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়া হয়।