প্রবাসী শ্রমিকদের মৃত্যু নিয়ে আইএলও’র প্রকাশিত রিপোর্ট বিভ্রান্তিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কাতারে প্রবাসী শ্রমিকদের মৃত্যু নিয়ে আইএলও’র প্রকাশিত রিপোর্টকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে দেশটির শ্রম বিষয়ক মন্ত্রণালয়। তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে দাবি করা হয়, বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়ে বরাবরই স্বচ্ছ ভূমিকা পালন করে কাতার কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরও উন্নত সুযোগসুবিধা নিশ্চিতের আশ্বাসও দেয়া হয়। আইএলও’র সুপারিশ করা প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করবে বলেও জানায় মন্ত্রণালয়।
প্রবাসী শ্রমিক হতাহতের বিষয়ে আইএলও’র সবশেষ রিপোর্ট অনুযায়ী, গেলো বছর দেশটিতে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ শ্রমিকের, গুরুতর আহত পাঁচ শতাধিক আর মাঝারি আঘাতপ্রাপ্ত হয়েছেন সাড়ে ৩৭ হাজারের বেশি শ্রমিক।