প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রশিক্ষণ নিয়ে চক্রটি গত দু’তিন মাসে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর বিএনপির সমাবেশ থেকেই হামলা চালানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া বিশ্বকে এনেছে হাতের মুঠোয়; যোগাযোগকে করেছে সহজসাধ্য। সেই মাধ্যমকে অপব্যবহার করছে সংঘবদ্ধ হ্যাকাররা; যাদের টার্গেট প্রবাসীরা।
প্রবাসীদের ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিবি প্রধান।
কাতার প্রবাসীর তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তদন্ত করতে নেমে, ইমো হ্যাকিংয়ের চাঞ্চল্যকর তথ্য পায় গোয়েন্দা পুলিশ বরে জানান তিনি।
চক্রটি গত দু’তিন মাসে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজধানীর নয়া পল্টনে অপসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা মামলার তদন্তের অগ্রগতি জানান ডিবি প্রধান হারুণ অর রশীদ।