প্রবাসীদের করোনা পরীক্ষা ফি বাড়ানো নীতিগতভাবে ভুল হয়েছে : ইমরান আহমেদ
- আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রবাসীদের কর্মীদের করোনা পরীক্ষা ফি বাড়ানো নীতিগতভাবে ভুল হয়েছে -বলে স্বীকার করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, এক দেশে দুই ধরণের আচরণ কাম্য নয়। বায়রা বলছে রেমিটেন্স প্রবাহের কথা মাথায় রাখলে এটি বিনামুল্যে হওয়া উচিৎ। অন্যদিকে জনশক্তি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরনের মতে ফি কমানো সহ জেলাভিত্তিক করোনা টেস্ট সেন্টার না বাড়ালে শ্রমিক হয়রানি বাড়বে।
স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি করোনা পরীক্ষার ফি ২শো টাকা থেকে কমিয়ে ১ শো করলেও প্রবাসী শ্রমিকদের জন্য তা ৩ হাজার ৫ শো টাকা থেকে ১ হাজার ৫শ টাকা নির্ধারণ করেন।
স্বাস্থ্যমন্ত্রীর এ ঘোষণায় প্রবাসী খাত সংশ্লিষ্টরা বেশ নাখোশ। বায়রা বলছে, এটি বৈষম্য তৈরী করেছে এবং অভিবাসন ব্যয়কে বাড়িয়ে দিয়েছে।
জনশক্তি বিশ্লেষকদের মতে এমনিতেই করোনায় তারা নি:স্ব ।এ অবস্থায় এটি একটি নতুন বোঝা শ্রমিকদের ওপর।
করোনা সেন্টার কম হওয়াতেও অভিবাসন ব্যয় বাড়বে এমন মত হাসান আহমেদ চৌধুরী কিরণের।
প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, এক দেশে দুই নীতি হতে পারে না। তিনি চান ১ শো টাকায় হোক পরীক্ষা।