প্রভিডেন্ট ফান্ডের টাকাসহ তিন দফা দাবিতে বিজেএমসি খুলনা জোনাল অফিস ঘেরাও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত পাটকলে অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের টাকাসহ তিন দফা দাবিতে বিজেএমসি খুলনা জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা সমন্বয় পরিষদ।
সকালে বিজেএমসির খুলনার জোনাল অফিসের সামনে রাষ্ট্রয়ত্ত পাটকল করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের পাওনা আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর সমর্থনে ঘেরাও কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৫ ডিসেম্বর খালিশপুর ও আটরা শিল্প এলাকায় সমাবেশ এবং ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রাষ্ট্রয়ত্ত পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা সমন্বয় পরিষদের সদস্য সচিব এস এম জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা।