প্রযুক্তিশিক্ষায় শিক্ষিতরা বিসিএস-এ যোগ দেয়ার কারণে রাষ্ট্রের অর্থ ও মেধার অপচয় হচ্ছে : ড. মসিউর রহমান
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
প্রযুক্তিশিক্ষায় শিক্ষিতরা বিসিএস-এ যোগ দেয়ার কারণে রাষ্ট্রের অর্থ ও মেধার অপচয় হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। দুপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাণ্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিস আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
দেশের অর্থনীতির উপর বৈশ্বিক মহামারী করোনার প্রভাব এবং করণীয় শীর্ষকঅনলাইন মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান আরো বলেন, কেন্দ্রীভূত ক্ষমতার কারণে বিসিএস-এর প্রতি শিক্ষার্থীদের এই আগ্রহ দেশের ক্ষতি করছে এবং পরিস্থিতি উত্তোরণে করণীয় ঠিক করতে শিক্ষাবিদদের চিন্তাভাবনা করা প্রয়োজন। সরকারি সনদ ছাড়া বেসরকারি চিকিৎসালয় বন্ধ করে দেয়া উচিত জানিয়ে তিনি আরো বলেন, হাসপাতালগুলোর উপর নজরদারি বাড়ানো প্রয়োজন এবং সেই কাজের জন্য দক্ষ জনবলের ঘাটতি পুরণ করা দরকার। প্রথিতযশা অর্থনীতিবিদ, সাবেক কূটনীতিক এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে এই মতবিনিময় সভায় বক্তারা বলেন, অর্থনীতিকে সচল রাখতে কর্মসংস্থান সৃষ্টি সরকারের জন্য বড় চ্যালেঞ্চ এবং সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা আজ সময়ের দাবী।