প্রশাসনের নাকের ডগায় ক্রমাগত দখল বংশী নদী
- আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ক্রমাগত দখলে অস্তিত্ব হারানোর পথে বংশী নদী। অনেকে মনে করছেন ভবিষ্যতে এ নদীর ঠাই হবে ইতিহাসের পাতায়। প্রশাসনের নাকের ডগায় নদী দখল অব্যাহত থাকলেও যেন দেখার কেউ নেই। জেলা প্রশাসক থেকে বেশ কয়েক বছর আগে উচ্ছেদ প্রক্রিয়ার তালিকা করা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি আজও।
একসময়ের খরস্রোতা বংশী নদী দিনে দিনে পরিণত হচ্ছে খালে। নদী দখল নিয়ে প্রতিবেদন করতে গেলে দেখা যায় নদীর বুকে অবৈধ নির্মাণ কার্যক্রম চালাচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী। এসময় তিনি ছবি তুলতে গেলে বাধা দেন, পাল্টা সাংবাদিকদের ছবিও তোলেন তিনি।
এটি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা। নদীর তীরঘেঁষে কোথাও টিনের ঘর, আবার কোথাও কংক্রিটের ঢালাই আর ইটের গাঁথুনি দিয়ে দোকানপাট নির্মাণ করছে দখলদাররা। বালু মহল আর অবৈধ দখলদারদের দৌরাত্ম্য যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। এসবের পেছনে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধির হাত।
ভূমি অফিসের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ৬৪জন নদী দখলদারের তালিকা তৈরি করা হয় । সেখানে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের নামও রয়েছে।
বিগত দিনের তালিকাসহ নতুন দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন সাভার উপজেলার এই কর্মকর্তা।
শুধু প্রতিশ্রুতি নয়, প্রশাসনের যথাযথ পদক্ষেপেই নদী ফিরে পাবে তার আপন রূপ। দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। এমনটিই প্রত্যাশা সকলের।