প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জুনিয়র কর্মকর্তা এবং কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে, সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, গেলো রাতে উত্তরার বিমানবন্দর কাউলায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কার হয়। এসময় তাদের কাছ থেকে ফাঁসকৃত প্রশ্নের সফট ও হার্ডকপি, মোবাইল ফোন, নগদ দেড় লাখ টাকা, ব্যাংকের চেক, স্ট্যাম্পে স্বাক্ষরিত দলিল, হিসাব-নিকাশের চারটি ডায়েরি এবং বিভিন্ন প্রার্থীর অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত করা হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, এমটি অপারেটর মোহাম্মদ মাহফুজ আলম ভূঁইয়া, এমটি অপারেটর এনামুল হক, অফিস সহায়ক আওলাদ হোসেন এবং হারুনুর রশিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিবি।