প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপের প্রস্তাব
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
এবারের প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এর ফলে দাম বাড়বে আমদানি করা বিলাসী পণ্যের। অতিরিক্ত কর আরোপের কারণে বাড়বে তামাকজাত পণ্যের দামও। অন্যদিকে বাজেটে দেশীয় উৎপাদিত বিভিন্ন পণ্যের উপর আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক কমার কারণে কমবে বেশকিছু পণ্যের দাম। তবে করোনা মহামারির কারণে আগামী অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়বে না বলে জানানো হয়েছে।
“জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ” এই শিরোনামে বাজেট উত্তাপনে বিভিন্ন পণ্যের উপর ৫ থেকে ২৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ বৃদ্ধি করায় বাড়ছে বিদেশী মুঠোফোনের দাম। এছাড়া বিভিন্ন হারে শুল্ক বৃদ্ধি করায় দাম বাড়বে, বিদেশি মাংস, মাশরুম, বিদেশি গাজর-টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, কমলা, শিল্প লবণ, বিদেশি সাবান ও প্রসাধনী পণ্য, জুস, চুইং গাম, বিদেশি বিস্কুট, কিচেন ওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার, বিদেশি রড ও সমজাতীয় পণ্য। এছাড়া শুল্ক বৃদ্ধিতে বাড়বে শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের খরচও।
সম্পুরক শুল্ক চারটি স্তরের যথাক্রমে ৫৭ ও ৬৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করায় বাড়ছে সিগারেটের দাম।তবে স্থানীয় বিড়িশিল্পের ওপর বাড়তি চাপ দেননি অর্থমন্ত্রী। আমদানিতে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করায় দাম বাড়বে অ্যালকোহল পণ্যের।
অন্যদিকে, ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কমানো হয়েছে বিভিন্ন পণ্যের করহার। দেশে উৎপাদিত পণ্যকে উৎসাহিত করতে অব্যহতি দেয়া হয়েছে বেশকিছু পণ্যের কর। এরফলে দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, শৌচাগারের প্যান, অটিজম সেবা, ইস্পাত, মুরগি ও মাছের খাবার, দেশি এলপিজি সিলিন্ডার ও খেলনার।
এছাড়া শুল্ক কর কমানোয় দাম কমবে করোনার টেস্ট কিট, পিপিই এবং ভ্যাকসিন, মেডকেল ডিভাইস, দেশীয় তৈরি ইলেকট্রনিক, গৃহস্থালি বিভিন্ন পন্য, তাজা ফল, হাইব্রিড গাড়ি, কৃষি যন্ত্রপাতির।