দেশের সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
- আপডেট সময় : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১৯৩৬ বার পড়া হয়েছে
রুপোকুর রহমান, সাভার প্রতিনিধি
কাল মহান বিজয় দিবস। দিনটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের মূল বেদী বিনম্র শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধ নাম না জানা লাখো শহীদদের স্বরণে ফুল দিয়ে শদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ লাখা জনতা। এরই মধ্যে ১৬ ডিসেম্বর উপলক্ষে ধোয়া-মোছার প্রস্তুতির জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে।
১৬ ডিসেম্বর উদযাপনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি। ইতিমধ্যে স্মৃতিসৌধের ধোয়া মাছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে। দিবসটি পালনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধের সৌন্দর্য বৃদ্ধির কাজে নিয়োজিত শ্রমিকরা জানালেন তাদের কাজের কথা।
গণপূর্ত বিভাগের যাবতীয় প্রস্তুতির কথা জানান এ বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের নিরাপত্তায় যাবতীয় প্রস্তুতির কথা জানায় ঢাকা জেলা পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী।
এবারের বিজয় দিবসে শপথ হাক, শহীদের রক্ত যাতে বৃথা না যায়। সৃষ্টি হোক দেশে সুষ্ট রাজনৈতিক পরিবেশ।