প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে : মীর্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার বার বার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। এভাবে নির্বাচনী নাটক না করে সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া। সকালে উপ-নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনঃনির্বাচন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। সভায় বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। ভোট কারচুপিতে আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিশ্বে এখন রোল মডেল হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে বিশ্বাসযোগ্য কোন নির্বাচন সম্ভব নয় অভিযোগ করে তিনি আরো বলেন, এরা সরকারের আজ্ঞাবহ। প্রতিটি নির্বাচনই ইসি’র সাজানো নির্বাচন। সরকার রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বেশীদিন টিকে থাকতে পারবে না। নির্দলীয় সরকার আজ সবার দাবিতে পরিনত হয়েছে। দ্রুত ক্ষমতা ছেড়ে জনগনের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।
সবার পিঠ দেয়ালে ঠেকে গেছে, সাধারন মানুষের দাবি না মানলে সরকার পালানোর পথ খুজে পাবেন না বলে হুশিয়ারী দেন বিএনপি নেতারা।