প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সক্ষমতা অর্জনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগের চক্র থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষকে রক্ষায় অভিযোজনের আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে বাংলাদেশে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু অভিযোজন কেন্দ্র- গ্লোবাল অ্যাডাপটেশন সেন্টারের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ভূমিধস, হিমবাহ ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বাংলাদেশসহ এ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়বে। গত এক দশকে দক্ষিণ এশিয়ার অর্ধেক জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্যারিস চুক্তি বাস্তবায়ন, গ্রিন হাউস গ্যাসের কারণে বাড়তে থাকা তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত ক্ষতি রোধে বাংলাদেশের প্রতিশ্রুতির বিষয়টিও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ক্লাইমেট চেইঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নানা পদক্ষেপ এবং অভিযোজন কর্মসূচি নিয়েছে সরকার । জিসিএর বাংলাদেশ কার্যালয় দক্ষিণ এশিয়ার অভিযোজন এবং জলবায়ুসহিষ্ণুতা অর্জনে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।