প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হার লাখ থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হার লাখ থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। গভীর সমুদ্রে সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত জাতিসংঘের একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ।
বুধবার নিউইয়র্কে জলবায়ু বিষয়ক ঊচ্চপর্যায়ের সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য দেন তিনি। শেখ হাসিনা বলেন, দুর্যোগ পূর্ববর্তী সতর্কীকরণকে প্রাধান্য দিয়ে ব্যবস্থাপনার জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসের তথ্য সাধারণ মানুষ অব্দি পৌঁছাতে জানাতে ব্যবহার হচ্ছে মোবাইল টেকনোলজি । প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় বাংলাদেশ বড় বিনিয়োগ করে দুর্যোগ পূর্ববর্তী সতর্কীকরণের বিষয়ে কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।
জাতিসংঘ সদর দফতরে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ শীর্ষক এ সন্ধিপত্রে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু সংরক্ষণ ও আহরণে বাংলাদেশের যে প্রতিশ্রুতি, সেটি আরও দৃঢ় হলো।