প্রাণী গণনায় সুন্দরবনের ৬৬৫ স্পটে জোড়া ক্যামেরা স্থাপন
- আপডেট সময় : ০৩:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বাঘের পাশাপাশি হরিণ ও শূকর গণণায় প্রথমবার সুন্দরবনে ৬৬৫ স্পটে স্থাপন করা হচ্ছে জোড়া ক্যামেরা। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বনের মধ্যে খালের দুই পাশে জরিপ করে বাঘের গতিবিধি ও পায়ের ছাপ লক্ষ্য করে ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে বনবিভাগ।
হালনাগাদ তথ্য সংগ্রহ ও সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গেল বছর ২৩ মার্চ একটি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।এর মধ্যে শুধুমাত্র বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা।প্রকল্পটির মেয়াদ এপ্রিল ২০২২ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত।
প্রকল্পের আওতায় বাঘ শুমারির পাশাপাশি হরিণ ও শুকর শুমারি করা হবে। এই প্রকল্পের দু’টি বিষয় রয়েছে একটি ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা,আরেকটি হচ্ছে খাল সার্ভে।
সুন্দরবনে বাঘ গণনার কাজে ৩শ’টি নতুন ক্যামেরাসহ ২০১৮ সালের জরিপের কেনা ক্যামেরাও এবার ব্যাবহার করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।
বাঘে স্যাটেলাইট কলার স্থাপনের মাধ্যমে মনিটরিং করে সুন্দরবনের বাঘের প্রকৃত অবস্থা, কি চ্যালেঞ্জ আছে সেগুলো নির্ণয় করে ব্যবস্থ্য নেয়ার কথা জানান এই বন সংরক্ষক।
বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ রয়েছে। ২০১৫ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১০৬। ২০১৮ সালের জরিপে তার সংখ্যা দাঁড়ায় ১১৪টি।