প্রান্তিক ও ভাসমান জনগোষ্ঠীর জন্য করোনা টিকার ঘাটতি প্রকট ছিলো: ড. ইফতেখারুজামান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
প্রান্তিক ও ভাসমান জনগোষ্ঠীর জন্য করোনা টিকার ঘাটতি প্রকট ছিলো বলে মন্তব্য করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক, ড. ইফতেখারুজামান। তিনি বলেন, বেশি অবহেলার শিকার হয়েছে মূলধারার তুলনায় প্রান্তিক জনগোষ্ঠী।
করোনা সংকট মোকাবিলায় সুশাসন অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, ৪৫টি টিকা কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখা যায়–১৩টি কেন্দ্র নারীদের জন্য পরিবেশ-বান্ধব ছিল না। আর সংকট ছিল প্রতিবন্ধীদের জন্য আলাদা গ্রাউন্ডের। টিকা কেনা থেকে ব্যবস্থাপনা পর্যন্ত ১৪ থেকে ১৮ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উল্লেখ করে ড. ইফতেখারুজামান আরো বলেন, এই খাতে গরমিল পাওয়া গেছে ২৩ হাজার কোটি টাকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা বিভাগের সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা আকরাম মো: জুলকার নাঈম।