প্রায় ৭০ হাজার লবণজাত় চামড়া নিয়ে বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রায় ৭০ হাজার লবণজাত় চামড়া নিয়ে বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীরা। এরই মধ্যে পচন ধরতে শুরু করেছে ছাগলের চামড়ায়। সরকারের দৃষ্টি আকর্ষনে স্মারকলিপি প্রদান সহ প্রেস কনফারেন্স করেও মিলছে না সমাধান । প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা।
উত্তরাঞ্চলের চামড়ার সবচেয়ে বৃহৎ মার্কেট দিনাজপুরের রামনগর এলাকায়। এখানে লবণজাত করা রয়েছে প্রায় ৫০ হাজার পিস চামড়া ।এছাড়া জেলার তিনটি উপজেলায় আরো রয়েছে প্রায় ২০ হাজার গরু ছাগলের চামড়া। সব মিলে প্রায় ৭০ হাজার অবিকৃত চামড়া নিয়ে বিপাকে এখানকার ব্যবসায়ীরা
শ্রমিক ও মৌসুমী ব্যবসায়ীরা জানান,দীর্ঘদিন ধরে এই ব্যবসায় জড়িত তারা। চামড়া বাজারের এমন দুর্দশা আগে কখনো দেখেনি তারা। ব্যবসায়ী নেতারা জানালেন ঢাকার টেনারি মালিকরা সরকারের বেধে দেয়া দামে চামড়া কিনতে আসছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, ব্যবসায়ীদের একটি স্মারকলিপি তারা হাতে পেয়েছেন। এটি তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঠিয়ে দেয়া হবে।