প্রায় দেড় বছর ধরে বন্ধ হয়ে আছে পাবনা চিনিকল
- আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রায় দেড় বছর ধরে বন্ধ হয়ে আছে পাবনা চিনিকল। ৮০ কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে। আখচাষি ও চিনিকল শ্রমিক-কর্মচারিদের নানামুখী আন্দোলনের পরও চালুর কোনো উদ্যোগ নেয়া হয়নি। মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আখচাষিরা। কর্তৃপক্ষ বলছে, আপাতত মাড়াই বন্ধ রাখা হয়েছে। তবে, মিলটি আবার চালু হতে পারে।
চিনিকলের ভেতরে খোলা আকাশের নিচে পড়ে আছে আখ পরিবহনের দুই শতাধিক ট্রলি। মাড়াইয়ের যন্ত্রপাতিগুলোও মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। চিনিকলসংশ্লিষ্ট সূত্র জানায়, আখ মাড়াই প্ল্যান্টসহ চিনিকলে প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না করায় মাড়াই যন্ত্রের ডোঙ্গা, নাইফ, ক্রাসার, বয়লার হাউজ, রুলার, ড্রায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
মিলটিতে কর্মরত অধিকাংশ স্থায়ী, ও মৌসুমভিত্তিক স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অন্যান্য চিনিকলে বদলি করা হয়েছে। তবুও দুঃচিন্তা পিছু ছাড়ছে না তাদের।
মারাই বন্ধ হওয়ার পর থেকে এই এলাকায় আখ চাষ প্রায় বন্ধ হয়ে গেছে। আধুনিকায়নের মধ্যদিয়ে মিলটি চালু করা হবে বলে জানান সদ্য বিদায়ী মিলের এই র্শীর্ষ কর্মকর্তা।
মিলটি আবার চালু হবে বলে আশা প্রকাশ করেন এই জনপ্রতিনিধি।
আবারও শ্রমিক-কর্মচারী, চাষিদের কোলাহলে মুখর হয়ে উঠবে পুরো মিল এলাকা এমটাই প্রত্যাশা স্থানীয়দের।