প্রায় ৩৭ বছর পর নতুন করে আলোর মুখ দেখবে উল্লাপাড়া রেলষ্টেশন সংলগ্ন শহীদ মিনারটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলষ্টেশন সংলগ্ন প্রথম নির্মিত শহীদ মিনারটি প্রায় ৩৭ বছর পর নতুন করে আলোর মুখ দেখবে কাল।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে এই শহীদ মিনারটির চারপাশে গাছপালা ও লতাপাতায় ঢেকে যায়। বন্ধ হয়ে যায় এই শহীদ মিনারের পাদদেশে একুশে ফেব্রুয়ারীসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুল দেওয়া। এ বছর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের উদ্যোগে অবহেলিত শহীদ মিনারটি সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্কার করা হয়েছে গাছপালা জঙ্গল লতাপাতা। ইতোমধ্যেই সংস্কার শেষ করে প্রাথমিকভাবে সাদা রং করা হয়েছে এবং শেষ হয়েছে মিনার রাঙ্গানোর কাজও। একুশে ফেব্রুয়ারীতে শ্রদ্ধা জানানো হবে এই শহীদ মিনারটিতে।