প্রায় ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর প্রকাশ
- আপডেট সময় : ০৩:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আবারও দুশ্চিন্তার খবর এল ফেসবুক ব্যবহারকারীদের জন্য। এবার প্রায় ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর প্রকাশ করে একটি ডেটাবেইস অনলাইনে ছেড়ে দেয়া হয়েছে।
ওই ডেটাবেইস অনলাইনে যে কেউ ওই প্রকাশিত নম্বরগুলো দেখতে পাচ্ছেন। তবে ওই ডেটাবেইসে কোনো ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড প্রকাশ করা হয়িন। প্রকাশিত নম্বরের মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের, ১ কোটি ৮০ লাখ যুক্তরাজ্যের। ওই তালিকায় বাংলাদেশের কোনো ব্যবহারকারী রয়েছেন কি না, তা জানা যায়নি। ফেসবুকের এক মুখপাত্র বলেন, ওই রেকর্ডে এক নম্বর একাধিকবার দেয়া হয়েছে, তাই সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। এছাড়া এসব ডেটা সেট পুরোনো বলেও তিনি দাবি করেন। নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান লুসি সিকিউরিটির প্রধান নির্বাহী বলেন, কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোন নম্বর দেওয়া খুবই ঝুঁকির বিষয় কারণ তারা গ্রাহকের তথ্য দিয়ে ব্যবসা করে।