প্রিন্স ফিলিপের সম্মানে বর্ণাঢ্য তোপধ্বনি
- আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াত স্বামী ডিউক অফ এডিনবারা- প্রিন্স ফিলিপের সম্মানে আজ ব্রিটেনের বিভিন্ন স্থান এবং জিব্রালটার ও সমুদ্রে রণতরী থেকে সমন্বিত ও বর্ণাঢ্য তোপধ্বনি করা হয়েছে।
ব্রিটিশ সময় দুপুর বারোটা থেকে লন্ডন, স্কটল্যান্ডের এডিনবারা, ওয়েলসের কার্ডিফ এবং আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে প্রতি মিনিটে এক রাউন্ড করে ৪১ বার তোপধ্বনি করা হয় বলে জানায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্ধনমিত রাখা হয় বাকিংহাম রাজপ্রাসাদের পতাকা। ওয়েস্টমিনিস্টার গির্জায় বিশাল ঘণ্টায় প্রতি ৬০ সেকেন্ড পর পর ৯৯ বার ঘণ্টাধ্বনি করা হয়েছে গতকাল ডিউকের জীবনের প্রতিটি বছরের স্মরণে। বহু মানুষ বাকিংহাম প্রাসাদের ফটকে এবং উইন্ডসর প্রাসাদের বাইরে ফুল রেখে প্রিন্স ফিলিপের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে সরকার মহামারির কারণে রাজপরিবারের পক্ষ থেকেও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ফুল দেবার বদলে ডিউকের স্মরণে দাতব্য প্রতিষ্ঠানে সেই অর্থ দান করার জন্য। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সকালে প্রিন্স ফিলিপ উইন্ডসর কাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।