প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে জো বাইডেনের জন্য হবে এক আশ্চর্য্যজনক ঘটনা
- আপডেট সময় : ০৮:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জন্য হবে এক আশ্চর্য্যজনক ঘটনা। কারণ ৮০ শতাংশ শেতাঙ্গের দেশে একজন কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা বাইডেনের জন্য এক বড় ভুল। এ পর্যবেক্ষণ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহেদুজ্জামানের। তবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, ট্রাম্প না বাইডেন, যুক্তরাষ্ট্রের চালকের আসনে কে বসবেন– সেটি জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত। সংঘাতমুক্ত পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
সংঘাত ও বিভেদের সব শঙ্কা উড়িয়ে দিয়ে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবার প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের নতুন ইতিহাস রচনা করেছে। যদিও পরিসংখ্যানের পাল্লাটি ভারী ট্রাম্পের দিকে। কারণ নির্বাচনী ইতিহাসে রিপাবলিকানরা ২৯ বার এবং ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে মাত্র ২১ বার। তবে বিশ্ব ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা হোয়াইট হাউস কার দখলে যাচ্ছে সেটি জানতেই অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।
দেশের একজন প্রথিতযশা কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, করোনাকালীন সংকটেও নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা।
তবে বুথ ফেরত জরিপ এবং অঙ্গরাজ্যগুলোর ফলাফল পর্যবেক্ষণ করে ট্রাম্পই বিজয়ী হবেন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহেদুজ্জামান।
শেতাঙ্গ ধ্যান ধারনার বিপরীতে গিয়ে রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে বাছাই করা ডেমোক্র্যাটদের বড় ভুল ছিল বলেও মনে করেন তিনি।
এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণা করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, চূড়ান্ত ফলাফলের আগে কে বিজয়ী হবে সেটি স্পষ্ট নয়।
বিশেষজ্ঞরা আরো বলেন, যেই প্রেসিডেন্ট হয়ে আসুক না কেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীক সম্পর্কে কোন প্রভাব পড়বে না।