প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার অপেক্ষায় মার্কিনিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার অপেক্ষায় মার্কিনিরা। চরম অনিশ্চয়তা ও শঙ্কা কাজ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। বিভিন্ন শহরে চলছে বিক্ষোভও।
এত কিছুর পরও ঘটে চলেছে মজার কিছু ঘটনা। দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে ৬ বছর বয়সী এক ফ্রেঞ্চ বুলডগ কুকুরকে। নাম উইলবার। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে। এই কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের রেবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। উইলবারের মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, ১৯৯০ সাল থেকে পাঁচশর কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। আর তখন থেকেই এ রীতি চলে আসছে।