প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে মধ্যস্থতার বিষয়ে সতর্ক করেছেন জো বাইডেন
- আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে মধ্যস্থতার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের বিরোধিতা করেছেন এক তৃতীয়াংশেরও বেশি রিপাবলিকান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে মধ্যস্থতার বিষয়ে সতর্ক করেছেন। প্রথম ফোন কলেই এমন পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দুই প্রেসিডেন্টের কথোপকথনে রাশিয়ায় চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে, সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের বিরোধিতা করেছেন এক তৃতীয়াংশেরও বেশি রিপাবলিকান। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া বন্ধে প্রস্তাব উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর রেন্ড পল। ক্যাপিটলের হামলার জন্যে ট্রাম্পকে দায়ী করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ জন রিপাবলিকান সিনেটর। আর বিপক্ষে ৫৫ জন ভোট দেন যার মধ্যে মাত্র ৫ জন রিপাবলিকান।ট্রাম্পকে অভিশংসনে ডেমোক্র্যাটদের পাশাপাশি অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের ভোটের প্রয়োজন হবে