প্লাবন ভূমিতে মাছ চাষে সারাদেশের মডেল এখন দাউদকান্দি
- আপডেট সময় : ০৮:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
প্লাবন ভূমিতে বাণিজ্যিকভাবে মাছ চাষে সারাদেশের মডেল এখন কুমিল্লা দাউদকান্দি উপজেলা। ১৯৮৬ সালে থেকে এই উপজেলার প্লাবন ভূমিতে শুকনো মৌসুমে ধান ও বর্ষা মৌসুমে মাছ চাষ শুরু করে স্থানীয়রা।করোনা মহামারিতে খাবারের দাম বৃদ্ধি ও মাছের দাম কম থাকায় সংকটে পড়েছে উপজেলার মাছ চাষিরা।
তিন দশক ধরে চলে আসা এমন মাছ চাষে এলাকাবাসীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব ঘুচিয়েছে কুমিল্লার কয়েক হাজার যুবক।জেলার চাহিদা পূরণ করে দাউদকান্দির মাছ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। করোনা সংকটে লোকসানে থাকা চাষিরা বলছেন, এ ব্যবসা টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের পাশাপাশি প্রয়োজন সরকারী প্রণোদনা।
করোনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রণোদনার অর্থ আসলে তাদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
বছরে অন্তত হাজার কোটি টাকার মাছ উৎপাদনকারী এ উপজেলায়, হিমাগার না থাকায় মৌসুমে মাছ নিয়ে বিপাকে পড়েন চাষীরা।