পয়ষট্টি কিলোমিটার দীর্ঘ সেনাবহর নিয়ে কিয়েভে ঢুকেছে রুশ বাহিনী
- আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ইউক্রেনে হামলার সপ্তম দিনে ৬৫ কিলোমিটার দীর্ঘ সেনাবহর নিয়ে কিয়েভ থেকে প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে রুশ বাহিনী। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর। অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার আহ্বান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
চার দিনের মধ্যে শহরটির পতন হতে পারে বলে ধারণা পশ্চিমা গোয়েন্দাদের। মঙ্গলবার থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলিতে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় দেশটির বেসামরিক অবকাঠামো এবং কিয়েভের বিখ্যাত প্রধান টিভি টাওয়ার। এতে ভেঙে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। ইউক্রেন জানিয়েছে, টিভি টাওয়ারে হামলায় নিহত হয়েছে পাঁচ জন ।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি—তারা এখন পর্যন্ত পাঁচ হাজার ৮০০ রুশ সেনাকে হত্যা করেছে। এর আগে গত সোমবার যেসব রুশ সৈন্য আত্মসমর্পণ করেছেন, ইউক্রেন তাঁদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং নগদ অর্থ সহায়তার প্রস্তাব
দিয়েছে।
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
শান্তি চুক্তি নিয়ে আজ আবারও বৈঠক হবার কথা রয়েছে রাশিয়া ও ইউক্রেনের। প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়াও মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের নেতাদের ইউক্রেনের পাশে থাকার প্রমাণ দিতে বলেন। অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার আহ্বান জানান তিনি।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেন
এদিকে আগামী ৭ ও ৮ মার্চ আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু হতে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে-আইসিজে’তে করা ইউক্রেনের অভিযোগ গুলোর।